যুদ্ধে ইউক্রেনের কত ক্ষতি হয়েছে, জানাল বিশ্বব্যাংক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ১০:১৮ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১০:০৫
গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।
এরই মধ্যে ৫৮তম দিনে গড়িয়েছে রুশ বাহিনীর এই অভিযান। এই সময়ে ইউক্রেনে ৬০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। এই ক্ষয়ক্ষতি হয়েছে শুধু ভবন ও অবকাঠামোগত খাতে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস ইউক্রেনের আর্থিক সহায়তার প্রয়োজনীয়তা বিষয়ক একটি সম্মেলনে বলেছেন,‘সংকীর্ণ’ ক্ষতির ব্যয়ের প্রাথমিক অনুমান যুদ্ধের ক্রমবর্ধমান অর্থনৈতিক ব্যয়কে অন্তর্ভুক্ত করে না। “অবশ্যই যুদ্ধ এখনও চলছে, তাই সেই খরচও বাড়ছে,” বলেন ম্যালপাস। সূত্র: আল-জাজিরা
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত