যুক্তরাষ্ট্রকে ‘অবন্ধুসুলভ’ দেশের তালিকায় ফেললো রাশিয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ১৫:৫৪ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮

গেল সপ্তাহেই ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ভারত ও রাশিয়াকে ‘কালো তালিকাভুক্ত’ করার সুপারিশ করেছিল যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। ইউএসসিআইআরএফ-এর বার্ষিক প্রতিবেদনে ভারত-রাশিয়া ছাড়াও ভিয়েতনাম ও সিরিয়াকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (সিপিসি) হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছিল।

এবার খোদ রাশিয়াই আঙুল তুললো আমেরিকার দিকে। আমেরিকাকে ‘অবন্ধুসুলভ’ দেশগুলোর তালিকায় স্থান দিলো রাশিয়া।

গতকাল রবিবার রাতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘রাশিয়া নিজের ‘বন্ধু নয়’ এমন দেশগুলোর তালিকা তৈরির কাজ শুরু করেছে। এ তালিকায় নিঃসন্দেহে আমেরিকার নাম থাকবে।’

মারিয়া জাখারোভা জানান, যেসব দেশ এ তালিকায় অন্তর্ভুক্ত হবে তারা তাদের কূটনৈতিক প্রতিনিধিদলগুলোতে রুশ নাগরিকদের কাজে লাগাতে পারবে না।

রাশিয়ার সাথে কিছু দেশের বিদ্বেষী আচরণের কারণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলেও জানান জাখারোভা।

প্রেসিডেন্ট পুতিন গত শুক্রবার এমন একটি ডিক্রিতে সই করেন যার ফলে কিছু পশ্চিমা দেশের অবন্ধুসুলভ আচরণের জবাব দিতে রুশ সরকার বাধ্য থাকে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত