যাত্রীবেশে চালককে অচেতন করে ইজিবাইক নিয়ে চম্পট

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ২০:০১ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় যাত্রীবেশে ইজিবাইকে চড়্ এেক প্রতারক চালককে অচেতন করে তার নতুন  ইজিবাইকটি নিয়ে গেছে। পথচারিরা অচেতন ইজিবাইক চালক বাশি মোল্লাকে (৩৭) রাস্তা থেকে উদ্ধার করে মোল্লাহাট  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। খবর পেয়ে মঙ্গলবার রাতে বাশি মোল্লার পরিবার হাসপাতালে যায়। বাশি মোল্লার বাড়ি উপজেলার গাওলা গ্রামে।

বাশি মোল্লার ছোট ভাই সাদ্দাম হোসেন  বলেন,  বড়ভাই জীবিকা নির্বাহের জন্য একটি নতুন ইজিবাইক কিনে মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন। যাত্রীবেশী দুইজন তাকে ৬০০ টাকা চুক্তিতে উপজেলার কাহালপুর থেকে ডাব  নিয়ে আংরায় যায়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি। বিকেলের দিকে আংরায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে মোল্লাহাট হাসপাতালে নিয়ে ভর্তি করে ।

মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবীর বলেন, ইজিবাইক চুরি ঘটনায় কেহ অভিযোগ নিয়ে থানায় আসেনি। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত