যবিপ্রবির ল্যাবে আজকে ৫ জনের কোভিড-১৯ পজিটিভ

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১ নভেম্বর ২০২১, ১১:৪৪ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১৯:২৭

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ২৬ অক্টোবর ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের, নড়াইলের ১৭ জনের নমুনা পরীক্ষা করে ০ জনের ও মাগুরার ২৭ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ এসেছে। 

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ১০৭ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা পজিটিভ এবং ১০২ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত তথ্য জানতে হলে উক্ত জেলাগুলোর সিভিল সার্জন অফিসের সাথে যোগাযোগ করার অনুরোধ  জানিয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত