ময়মনসিংহ ও নেত্রকোণায় গ্যাস সরবরাহ বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১৪:৫২ |  আপডেট  : ৩ মে ২০২৫, ১৭:২৪

পাইলিং কাজ করার সময় তিতাস গ্যাসের সঞ্চালন পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ময়মনসিংহ, ভালুকা, ত্রিশাল, শম্ভুগঞ্জ এবং নেত্রকোণা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ আছে। মঙ্গলবার (২৫ জুন) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় জানানো হয়, নারায়ণপুর, ত্রিশাল, ময়মনসিংহ (মিনিস্টার ফ্যাক্টরি এর বিপরীত পাশে, বার্নার সেতু সংলগ্ন) এলাকায় এলডিসি গ্রুপ কর্তৃক পাইলিং কাজ করার সময় তিতাস গ্যাসের সঞ্চালন পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ময়মনসিংহ, ভালুকা, ত্রিশাল, শম্ভুগঞ্জ এবং নেত্রকোণা এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ আছে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। সঞ্চালন পাইপ লাইনের মেরামত কাজ চলমান রয়েছে। ফলে দ্রুত গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত