ময়মনসিংহে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

   ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ  

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১৮:৫৪ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৩

ময়মনসিংহে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার(১৪ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ নগরীর জয়নুল পার্ক সংলগ্নে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গেলে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো- নগরীর সানকিপাড়া নয়নমনি মার্কেট এলাকার আবুল বাশার রতনের ছেলে আহাদ (১০), একই এলাকার নজরুল ইসলামের ছেলে সায়েম (৭), অজ্ঞাত এক শিশু(৮)সহ তিন শিশু মৃত্যু বরণ করে। 

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল  ডিফেন্স লিডার মজিবুর রহমান জানান, আজ বুধবার  দুপুরে নদীতে গোসল করতে নামে শিশুরা। নদের পানিতে শিশু তলিয়ে যাওয়ার খবর শুনে ডুবুরী নিয়ে ৫জন শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যকৃত চিকিৎসক ডাঃ  কাফিয়া ফারজিয়া তিন জনকে মুত্যু ঘোষনা করেন। পরিবার ও আত্বীয় স্বজনের কান্নায় হাসপাতালে শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত