ম্যানচেস্টার সিটির বড় জয়

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ১১:৫১ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৪২

চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচের আগুনে ফর্ম প্রিমিয়ার লিগেও টেনে আনলো ম্যানচেস্টার সিটি। ফর্মে থাকা পেপ গার্দিওলার দলের বিপক্ষে খেলা যে কতটা কঠিন, তা হাড়ে হাড়ে টের পেল ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন। নিজেরা ভাল ফর্মে থাকলেও পেপ গুয়ার্দিওলার দলের বিরুদ্ধে কার্যত উড়ে গেল সিগালসরা।

শনিবার প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ৪-১ গোলে জিতেছে গত আসরের চ্যাম্পিয়নরা। ম্যাচে সিটির নায়ক আবারও ফিল ফডেন। জোড়া গোল করেছেন তিনি, করিয়েছেন একটি গোলও। একটি করে গোল পেয়েছেন ইলকাই গিনদোয়ান ও রিয়াদ মাহরেজ।

দ্য আমেরিকান এক্সপ্রেস কমিউনিটি স্টেডিয়ামে বল দখলের লড়াইয়ে কাছাকাছি ছিল দুই দল। ৫২ শতাংশ বল দখলে রেখে সিটির খেলোযাড়রা শট নিয়েছেন ১৭টি, লক্ষ্যে ছিলো ১৪টি। বিপরীতে স্বাগতিকদের ৯ শটের ৪টি ছিলো লক্ষ্যে।

ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে নিয়ন্ত্রণ নেয় সিটি। শেষ দিকে স্বাগতিক দল একটি শোধ করার পর আবার ব্যবধান বাড়িয়ে নেয় সফরকারীরা। ১৩তম মিনিটে মিলে প্রথম সাফল্য। বের্নার্দো সিলভার ওভারহেড কিকে বল পেয়ে কাছ থেকে ফাঁকা জালে পাঠান জার্মান মিডফিল্ডার গিনদোয়ান।

২৮ থেকে তিন মিনিটের মধ্যে দুই গোল করেন ফোডেন। জ্যাক গ্রিলিশের দারুণ পাস থেকে প্রথম গোলটি করেন তিনি। আর জেসুসের শট গোলরক্ষক ফেরানোর পর বল জালে পাঠিয়ে বাড়ান ব্যবধান।

দ্বিতীয়ার্ধেও সিটি আধিপত্য করে, তবে আর গোলের দেখা মিলছিল না। ৮১তম মিনিটে স্পট কিকে ব্যবধান কমান আলিস্তার। যোগ করা সময়ে ব্যবধান আবার বাড়িয়ে নেন মাহরেজ।

দারুণ এই জয়ে লিভারপুলকে নিচে নামিয়ে ২০ পয়েন্ট নিয়ে প্রিমিয়র লিগের টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল ম্যান সিটি, যদিও লিভারপুল এক ম্যাচ কম খেলেছে। টেবিলের শীর্ষে ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে আছে চেলসি। অপরদিকে, ব্রাইটন ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে চার নম্বরে। তাদের পরের ম্যাচে প্রতিপক্ষ লিভারপুল, সিটি নিজেদের পরের ম্যাচে খেলবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত