মোড়েলগঞ্জ বারইখালী ইউনিয়নে উন্মুক্ত বাজেট  সভা অনুষ্ঠিত

   নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশ: ২৫ মে ২০২২, ১৯:১৫ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ১৩:৪২

বাগেরহাটের মোড়েলগঞ্জ ১৪নং বারইখালী ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে ইউপি চেয়ারম্যান  মো. আব্দুল আউয়াল খান মহারাজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বারইখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে সার্বিক সহযোগিতা করেন “ডরপ্”পানিই জীবন প্রকল্প। সভায় ২০২২-২০২৩ অর্থ বছরে বাজেট উপস্থাপন করেন  ইউপি সচিব প্রভাংশু রায়।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মা সংসদ, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব, স্বাস্থ্য গ্রাম দল, প্রতিনিধি, পরিষদবর্গ ও এলাকার জনসাধারণ। 

বারইখালী ইউনিয়ন পরিষদটি জলবায়ু পরিবর্তনকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী অর্থ বছরের বাজেট প্রস্তুত করে যা জলবায়ু বান্ধব হবে বলে সুধিজনরা মনে করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত