মোড়েলগঞ্জের ফেরিঘাট-বহরবুনিয়া সড়কের নির্মান কাজের উদ্বোধন

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ১৯:০৩ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০২

বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর সদরের বারইখালী ফেরিঘাট থেকে বহরবুনিয়া ইউনিয়ন সড়কের নির্মান কাজের উদ্ধোধন করা হযেছে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন এ সড়ক নির্মান কাজের উদ্বোধন করেন। 

এ উপলক্ষে শুক্রবার সকালে ফেরিঘাট চত্বরে উদ্বোধনী সভার আয়োজন করা হয়েছে। বারইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আউয়াল খান মহারাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো.আরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ। 

  সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন বলেন, বর্তমান সরকারের উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ। যোগাযোগ ব্যবস্থা যত উন্নয়ন হবে, দেশ হবে তত উন্নয়ন। দক্ষিণা লের মানুষের প্রাণের দাবি পদ্দা সেতু আজ দৃশ্যমান। এ বছরেই খুলে যাবে পদ্মা সেতু। ফলে ব্যাপক উন্নয়ন হবে এ দক্ষিণা লের মানুষের। 

 সভা শেষে প্রধান অতিথি অ্যাড.আমিরুল আলম মিলন ২২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ৩ শ’ ১২ মিটার সড়ক নির্মান কাজের ফলক উন্মোচন করেন। পর্যায়ক্রমে ১২ কিমি. পর্যন্ত এ সড়ক নির্মান হবে বলে এলজিআরডি দপ্তর জানায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত