মোশাররফ করিমের পুরো শরীরে কাদা মাখা কেন?

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ১৪:৪১ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৯

অভিনেতা মোশাররফ করিমের পুরো শরীরে কাদা মাখা! এমন একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। এরপর মুহূর্তের ছবিটি ভাইরাল হয়ে যায়!

ভক্তদের মনে প্রশ্ন জাগে, মোশাররফের কেন এমন হাল! বিষয়টি অবশ্য ছবির ক্যাপশনেই জানিয়ে দিয়েছেন ফারিয়া।

সঙ্গে প্রশংসাও করেছেন তিনি। ফারিয়া লেখেন, ‘স্যালুট বস’ এবং জানান, ‘যমজ ১৫’ নাটকের জন্য অভিনেতার এই হাল!
আসন্ন ঈদে নাটকটি প্রচার হবে টেলিভিশনের পর্দায়। বরাবরের মতো এতেও মোশাররফকে দেখা যাবে কদু, এক্কা ও নেক্কা- একসঙ্গে তিনটি চরিত্রে। তার সঙ্গে অভিনয় করছেন ফারিয়া শাহরিন নিজেও।

নাটকটি নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই অভিনেত্রী বলেন, অনেকদিন পর মোশাররফ ভাইয়ের সঙ্গে বড় আয়োজনে ‘যমজ ১৫’ নাটকে কাজ করলাম। দারুণ জনপ্রিয় নাটক এটি। এমন নাটকে তার সঙ্গে অভিনয় করতে পেরে বেশ ভালো লাগছে।

অনেক বছর ধরে প্রতি ঈদেই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘যমজ’ প্রচার হচ্ছে ছোট পর্দায়। সাফল্যের সেই ধারাবাহিকতায় এবার নির্মিত হচ্ছে ‘যমজ ১৫’। কচি খন্দকারের রচনায় এটি পরিচালনা করছেন আজাদ কালাম। ফারিয়া ছাড়াও এবারের ‘যমজ’-এ মোশাররফ করিমের সঙ্গে যুক্ত হয়েছেন শরাফ আহমেদ জীবন।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত