মোল্লাহাটে দুই কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ: ২৯ মে ২০২২, ২০:৪৫ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:২৭
বাগেরহাটের মোল্লাহাটে দুই কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উদয়পুর এলাকা থেকে এদেরকে আটক করা হয়। এসময় কবিরের কাছে থাকা ব্যাগ থেকে দুই কেজি গাজা উদ্ধার করে পুলিশ। কবির কুমিল্লা থেকে এই গাজা মোল্লাহাটে নিয়ে এসেছিল বলে ধারণা করছে পুলিশ।
আটককৃতরা হলেন, মোল্লাহাটের উদয়পুর এলাকার গোলজার মোল্লার ছেলে কবির মোল্লা (৩০) ও একই উপজেলার সেকেন্দার আলীর ছেলে শেখ ফরহাদ হোসেন (৫০)। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
মোল্লাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মতিয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত দুইজন-ই পেশাদার মাদক ব্যবসায়ী। এদের মধ্যে কবির মোল্লার নামে এর আগেও মাদক মামলা রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত