মোরেলগঞ্জে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন

  মোরেলগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ২০:০৮ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৪:৩২

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মোরেলগঞ্জে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সর্বস্বরের মানুষ। শনিবার সকাল সাড়ে ৬ টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, স্কাউটস, সরকারি এসএম কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, ঈসহ পৌর এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করে।

উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার, সহকারি কমিশনার(ভূমি) মো. আলী হাসান, থানার ওসি শাহজাহান আহমেদ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার লিয়াকত আলী খান মাল্যদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়াও দিবসটি উপলক্ষে দিনভর কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত