মুসলিমবিদ্বেষী বক্তব্য দেওয়ায়

মোদিকে ধুয়ে দিলেন কংগ্রেস সভাপতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মে ২০২৪, ১১:২৯ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:১১

সম্প্রতি নির্বাচনী প্রচারণায় ভারতের মুসলিমদের অনুপ্রবেশকারী আখ্যা দেওয়ার পাশাপাশি ‘তাদের সন্তান বেশি হয়’ দাবি করে বক্তব্য দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া, কংগ্রেস ক্ষমতায় এলে ভারতের জনগণের সম্পদ মুসলমানদের মাঝে বিলিয়ে দেবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। মোদির দেওয়া সেই মুসলিমবিদ্বেষী বক্তব্যের জোর প্রতিবাদ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে।

মোদির উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনি বলেছেন... আমরা সম্পদ চুরি করে যাদের আরও সন্তান আছে তাদের দেব। দরিদ্র মানুষের সবসময় সন্তান বেশি হয়। সন্তান কী কেবল মুসলমানদেরই আছে? আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার নিজেরও তো পাঁচটি সন্তান। তাহলে কী শুধু মুসলমানদের বাচ্চা বেশি হয়?’

মোদির দিকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে মল্লিকার্জুন খগড়ে বলেন, ‘মোদী বলেছেন... আমরা জনগণের সম্পদ, মঙ্গলসূত্র কেড়ে নেব। আমরা ৫৫ বছর ধরে দেশ শাসন করেছি, আমরা কার মঙ্গলসূর কেড়ে নিয়েছি?’ 

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী এখন মঙ্গলসূত্র এবং মুসলমানদের কথা বলছেন। আসলে লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া-জোট সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে... তা বুঝতে পেরে মোদি হতাশ হয়েছেন।’

তিনি বলেন, ‘দরিদ্র মানুষের সন্তান বেশি আছে কারণ তাদের সম্পদ নেই। কিন্তু কেন আপনি শুধু মুসলমানদের কথাই বলছেন? মুসলমানরা এই দেশেরই একটি অংশ।’

প্রসঙ্গত, ভারতের লোকসভা নির্বাচনে ইতোমধ্যে দুই দফায় ভোটগ্রহণ শেষ হয়েছে। বাকি আরও পাঁচ দফা ভোট। এ নির্বাচন নিয়ে ভারতের বিভিন্ন স্থানে প্রচারণায় নেমে ক্ষমতাসীন বিজেপি ও কংগ্রেসের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে কাদা ছোড়াছুড়ি করতে দেখা গেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) ছত্তিশগড়ের জাঞ্জগীর-চাম্পা জেলার একটি নির্বাচনী সমাবেশে মল্লিকার্জুন খড়গে এ কথা বলেন।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত