মোংলা উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম আর নেই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ২০:১৫ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলা উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম আর নেই।সোমবার (১৫ মার্চ) গভীর রাতে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাজিকরের খন্ড গ্রামে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই স্ত্রী, ৪ ছেলে, তিন মেয়ে, নাতী-নাতনী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন নিহতের ছেলে মৃধা ফারুকুল ইসলাম।

মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং মোংলা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। এছাড়াও বিভিন্ন সময় দল ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই মুক্তিযোদ্ধা।

তার মৃত্যুতে পরিবার-পরিজনের প্রতি সমবেদনা ও শোক জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাসসহ জেলা-উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত