মোংলায় ২৭৬০ লিটার অবৈধ তেলসহ চোরাকারবারী আটক

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ১৯:১২ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ২০:১৩

বাগেরহাটের মোংলায় ২ হাজার ৭৬০ লিটার অবৈধ তেলসহ মেঃ হাফিজুর মোল্লা (২২) নামের এক চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (২০ ডিসেম্বর) ভোরে মোংলা উপজেলার পশুর নদীর হারবারিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়। এসম অবৈধ তেল বহনকারী ইঞ্জিন চালিত কাঠের নৌকাটি জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার সদস্যরা।

আটক মোঃ হাফিজুর মোল্লা বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কাশ্মির এলাকার মোঃ আব্বাস মোল্লার ছেলে। কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশুর নদীর হারবারিয়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৭৬০ লিটার অবৈধ তেল ও ১ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তিতে আইনানুগ ব্যবস্থার জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত