মোংলায় সততার বিরল দৃষ্টান্ত : পূর্বের দামে জ্বালানি তেল বিক্রি
প্রকাশ: ৬ আগস্ট ২০২২, ১৯:৩৯ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:১৩
মোংলা চাঁদপাই কাইনমারি এলাকায় আশিক এন্টারপ্রাইজ নামের একটি তেলের দোকানে পূর্বের দামে জ্বালানি তেল বিক্রি করায় মাত্র এক ঘন্টার ভিতরে ১৪০/৫০লিটার তেল শেষ হয়ে যায়।দোকানি শেখ আঃ আজিজ বলেন গতকাল রাত থেকে তেলের দাম বৃদ্ধি পেয়েছে জেনেও আমি আগের দামে তেল বিক্রি করেছি।
কারন জানতে চাইলে তিনি বলেন, ‘আমার আগের কম দামে কেনা ছিলো তাই আমি কম দামে বিক্রি করেছি। আমি একজন সৎ ব্যবসায়ী, আমি সৎপথে থেকে ব্যবসা করে নিজের স্ত্রী সন্তানদের খাওয়াতে চাই ‘।
দোকানে তেল নিতে আসা ভাড়ায় চালিত মোটরসাইকেল ড্রাইভার জয় বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে শুনি তেলের দাম বেশি কিন্তু আজিজ কাকার দোকানে তেলের দাম জানতে চাইলে তিনি আগের দাম বলেন এবং আগের দামে আমাকে দুই লিটার তেল দিয়েছেন। আরও বেশি চাইলে তিনি দিতে রাজি হননি। তিনি বলেন অন্য সবাইকে দিতে হবে একজনকে এতো বেশি দেয়া যাবেনা।’
তেল নিতে আসা স্কুল শি¶ক মোঃ ফারুক বলেন, বর্তমান সমাজে এমন লোকের দেখা পাওয়া খুবই বিরল। সবাই যদি আজিজ ভাইয়ের মতো মানসিকতা নিয়ে ব্যবসা করতো তাহলে আমাদের দেশ থেকে দুর্নীতি অনেকটাই কমে যেত।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত