মেয়েদের কবিতা লিখতে হয় না

  শিরিন ওসমান

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ০৮:৫৯ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৮

মেয়েদের কবিতা লিখতে হয় না।
মেয়েরা হলো চলমান কবিতা।
ওদের গ্রীবায়,কুন্তলে, কপোলে 
আর নিঃশ্বাসে প্রশ্বাসে কবিতা।
কবিতা প্রান পায় ওষ্ঠের কম্পনে,
নাভীমূলের ঘ্রাণে,স্তনের উষ্ণতায়
কবিতা সতত বহমান____ মেয়েরা
হেঁটে গেলে গুল্ম লতা শীষ দেয়,
ফসলের ক্ষেত দুলে ওঠে, মেয়েদের
কথা ভাষা হয়ে বোল ফোটায়।
মেয়েদের কবিতা লিখতে হয় না___
মেয়েরা নিজেরাই এক একটি কবিতা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত