মেহেরপুর স্বাস্থ্য বিভাগের অভিযানে ভেজাল খাদ্যদ্রব্য উদ্ধার

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি,

প্রকাশ: ১ নভেম্বর ২০২১, ০৯:৪৯ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১৭:২১

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে ভেজাল খাদ্যদ্রব্য উদ্ধার করে সেগুলো বিনষ্ট করা হয়েছে। রবিবার দুপুরে মেহেরপুর শহরের কোর্ট সড়ক থেকে এসকল খাদ্যসামগ্রী উদ্ধার করে বিনষ্ট করা হয়। 

মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে এ দিন দুপুরের মেহেরপুর কোট সড়ক থেকে জুয়েল হোসেন (৩৬) নামের এক ব্যক্তির কাছ থেকে খাদ্যসামগ্রী উদ্ধার করে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৫৫ ধারায় এ সকল পণ্য উদ্ধার করে বিনষ্ট করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত