মেহেরপুর সীমান্তে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

  ইসমাইল হোসেন

প্রকাশ: ২ এপ্রিল ২০২৩, ২১:১৮ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ২০:১৬

মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভারতীয় সীমান্ত থেকে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ খবর লেখা পর্যন্ত লাশটির কোন পরিচয় মেলেনি। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, সকালে সোনাপুর গ্রামের মাঝপাড়া মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় মাঠে কর্মরত শ্রমিকরা। খবর পেয়ে ভারতের ১০৫ নং মেইন পিলারের কাছে যায় মুজিবনগর থানা পুলিশের একটি দল। সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মানসিক ভারসাম্য ঐ ব্যাক্তি ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তারপরও লাশটি সনাক্তের জন্য কাজ করছে পুলিশ। তবে লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত