মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫ জন শিক্ষকের পদোন্নতি

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ৬ অক্টোবর ২০২১, ১০:০৮ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০৩:০৮

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫ জন সহকারী শিক্ষক সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সরকারি মাধ্যমিক-১) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী সহকারী শিক্ষক (১০ম গ্রেড, ২য় শ্রেণি) হতে সিনিয়র শিক্ষক (৯ম গ্রেড, প্রথম শ্রেণি নন- ক্যাডার) পদে পদোন্নতি প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুজ্জামানের সভাপতিত্বে পদোন্নতি প্রাপ্ত শিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয়। 

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পদোন্নতি প্রাপ্ত শিক্ষকরা হলেন, শিক্ষক কাজী মোহাঃ আনিসুজ্জামান,মোঃ আব্দুল মান্নান, মোঃ লিয়াকত আলী, মোঃ আব্দুল লতিফ, মোঃ সোহরাব উদ্দিন, মোঃ সেকেন্দার আলী, মোহাম্মদ সিরাজ উদ্দিন, একেএম খসরু পারভেজ, মোঃ আলিমুজ্জামান,মোঃ মনিরুল ইসলাম,মোঃ আব্দুল হক, মোঃ হাসান ফেরদৌস,রেবেকা সুলতানা, মোছাঃ রহিমা খাতুন ও মোঃ আব্দুল হামিদ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত