মেহেরপুর সদর উপজেলা উপনির্বাচনে আবুল হাসেম ভাইস চেয়ারম্যান নির্বাচিত

  মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ০৯:৪৬ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:১৯

মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান পদে উপনির্বাচনে ছিল কোন উৎসবরমুখর পরিবেশ, ভোটারের উপস্থিতি ছিল কম। ভোটর সংখ্যা কম উপস্থিতি থাকলেও সদর উপজেলার ভাইসচেয়ারম্যান পদে উপনির্বাচনে আবুল হাসেম চশমা প্রতীক নিয়ে ১৫ হাজার ৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাবেক যুবলীগ নেতা নিশান সাবের মাইক প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৪ হাজার ৫৬৮ ভোট। এছাড়া সাবেক ছাত্রলীগ নেতা শামীম উদ্দীন টিউবওয়েল প্রতীকে ৩ হাজার ৬৩০ ও আলফাজ হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৯৭৭ ভোট। 

মেহেরপুর সদর উপজেলার ভাইসচেয়ারম্যান পদের উপনির্বাচনে ১১.৬৫ ভাগ ভোট পোল হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট গণণা শেষে বুধবার সন্ধ্যা ৬ টার দিকে নির্বাচন অফিসে মেহেরপুর সদর উপজেলার ভাইসচেয়ারম্যান পদের উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনছার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৯ হাজার ৯৮৩ জন। এদের মধ্যে ভোট প্রদান করেছেন মাত্র ২৪ হাজার ৪৭৯ জন। ভোট কেন্দ্রে উপস্থিত হননি ১ লাখ ৮৫ হাজার ৫০৪ জন ভোটার। উল্লেখ্য, মোমিনুল ইসলাম ভাইসচেয়ারম্যান থেকে পদত্যাগ করাই এই পদটি শুন্য হলে নির্বাচন কমিশন তফশীল ঘোষণা করেন।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত