মেহেরপুর শহরে ছুরিকাঘাতে যুবক আহত

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ০৯:৫৩ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১৩:৪২

মেহেরপুর শহরে পূর্ব শত্রুতার জের ধরে জহরুল ইসলাম (৩৬) নামের এক যুবককে ছুরিকাঘাত করে আহত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর শহরের ঘোষপাড়ার রফিকুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম। 

গত আট মাস আগে জহুরুল ট্রাক ড্রাইভার থাকা অবস্থায় তার গাড়ীর হেলপার পারভেজের সাথে কথা কাটাকাটি ও মারামারি হয়। তারই জের ধরে মঙ্গলবার সন্ধার দিকে আবারো জহুরুলের সাথে পারভেজের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পারভেজ ছুরি দিয়ে তাকে আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি রাখে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত