মেহেরপুর মহাজনপুরে নৌকার এজেন্টের বাড়িতে হামলা

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুরঃ

প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ০৯:৪৭ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ২১:১১

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের যতারপুরে নৌকার এজেন্ট সার্জেন্ট (অব.) আব্দুল মতিন ও তার ভাই শহিদুল ইসলামের বাড়িতে হামলা চালিয়েছে বিজয়ী প্রার্থীর লোকজন। বৃহস্পতিবার রাত আটটার দিকে বিজয়ী প্রার্থী আমাম হোসেন মিলুর কর্মীরা এ হামলা চালায়। হামলায় বাড়ির দরজা ও দোকানের সার্টার ভাংচুর করা হয়েছে। এতে এজেন্ট আব্দুল মতিন আহত হয়েছেন। 

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আব্দুল মতিনের ভাতিজা নাসিম আহমেদ জানান, মহাজনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রার্থীর এজেন্ট ছিলেন তার চাচা আব্দুল মতিন। ভোটে জেতার পর বিদ্রোহী প্রার্থীর কর্মী ইমান, দুলাল, হাসিবুল ও সজিবের নেতৃত্বে ১০/১২ জনের একটি দূর্বত্তের দল হামলা চালায় বলে জানান তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত