মেহেরপুর পৌরসভা ও ইউপি নির্বাচনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই

  মেহেরপুর  প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২২, ১৯:০৪ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ০২:৩৪

মেহেরপুর পৌরসভা সহ চারটি ইউনিয়ন পরিষদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে যাচাই বাছাই  কার্যক্রম শুরু হয়। মেহেরপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের হল রুমে এই যাচাই বাছাই কার্যক্রম চলে। সকালে মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই কার্যক্রমে দুই মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। সমর্থকদের স্বাক্ষর অমিল থাকায় মেহেরপুর পৌরসভার বিদ্রোহী প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কাউছার আলীর মনোনয়ন পত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ। যাচাই বাছাই  কার্যক্রমে সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ। আগামী ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।  ২৭ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত