মেহেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়রের ১০ম মৃত্যু বার্ষিকী পালন

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ 

প্রকাশ: ৯ এপ্রিল ২০২১, ০৮:২৬ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১

মেহেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বর্তমান মেয়র মাহফুজর রহমান রিটনের বড় ভাই মিজানুর রহমান রিপনের ১০ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। উল্লেখ্য ২০১১ সালের ১ এপ্রিল তৎকালীন পৌর সভার প্যানেল মেয়র ও যুবলীগ নেতা মিজানুর রহমান রিপন শহরের হোটেল বাজারের রাজধানী ষ্টোরে বসে থাকা কালীন সময়ে সন্ত্রাসীরা তার উপর বোমা হামলা চালায়। 

এ সময় প্যানেল মেয়র ও যুবলীগ নেতা রিপন,কাউন্সিলর কামরুজ্জামানসহ কয়েকজন আহত হয়। আহত অবস্থায় প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে পরে ঢাকা রেফার্ড করার পর ৮ এপ্রিল মিজানুর রহমান রিপনের মৃত্যু হয়। এদিকে মিজানুর রহমান রিপনের ১০ম মৃত্যুবার্ষিক উপলক্ষে বৃহস্পতিবার তার পরিবারের পক্ষ থেকে দিনটি বিভিন্নভাবে পালন করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত