মেহেরপুর পৌরসভার সাবেক কমিশনার মুকুলের ইন্তেকাল
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৫ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩১
মেহেরপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার নকিব হেলালি মুকুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। শনিবার সকাল ৯টার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নকীব হেলালী মুকুল মৃত্যুবরণ করেন।
তিনি মেহেরপুর শহরের বড় বাজার এলাকার বিল্লাল হোসেনের ছেলে। মরহুম নকীব হেললী মুকুলের স্ত্রী, দুই পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। নকিব হেলালি মুকুল বেশ কিছুদিন যাবত হৃদরোগে আক্রান্ত হয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত