মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১০:২৭ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:৩৩

মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বিশেষভাবে তৈরি মে  শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহম্মদ মুনসুর আলম খান সর্বপ্রথম জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন।পরে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ড. মোহম্মদ মুনসুর আলম খান, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম পুষ্পমাল্য অর্পণ করেন। 

এর পরে পর্যায়ক্রমে মেহেরপুর স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেহেরপুর সরকারি মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের পক্ষে সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর পক্ষে পল্লব ভট্টাচার্য, আনসার ও ভিডিপির পক্ষে জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম, এলজিইডি’র পক্ষে আব্দুর রহমান, সদর উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খান,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান,মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, মেহেরপুর জেলা মৎস্য অফিস এর পক্ষে মৎস্য অফিসার সাইফুদ্দিন ইয়াহিয়াসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত