মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০:০২ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ১০:৪৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থা এর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র সহধর্মিনী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। পরে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয় এবং কেক কাটা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত