মেহেরপুর জেলা আওয়ামীলীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ১০:২৩ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৭:২৪
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামীলীগ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা বের করা হয়। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের নেতৃত্বে শিল্পকলা একাডেমীর মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদ¶িণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ পল্লব ভট্টাচার্য, উপ-প্রচার সম্পাদক শাশ্বত নিপ্পন চক্রবর্তী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন। এ সময় সাবেক ছাত্রনেতা ও বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, পৌর যুবলীগের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ সহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত