মেহেরপুর জেলা আইনজীবী সমিতির আর্থিক অনুদান প্রদান 

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ 

প্রকাশ: ৯ এপ্রিল ২০২১, ০৮:২৭ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২২:৩০

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মেহেরপুরের বিশিষ্ট আইনজীবী মরহুম এ্যাড.আবদুল কুদ্দুসের পরিবার ও আইনজীবী সহকারী সমিতির সদস্য মকবুল হোসেন আইনজীবীর সহকারী থেকে অবসর গ্রহণ করায় জেলা আইনজীবী কল্যাণ পরিষদ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। 

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ মিয়াজান আলী, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন উপস্থিত থেকে মরহুম এ্যাডঃ আব্দুল কুদ্দুসের পরিবারকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা এবং আইনজীবী সহকারী মকবুল হোসেনকে ৩০ হাজার টাকা প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা,সদস্য শফিউল আজম খান,জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত