মেহেরপুর গড় পুকুরের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন 

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর:

প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ১৬:৫৮ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৭

মেহেরপুর পৌরসভার উদ্যোগে গড় পুকুরের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) দ্বিতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর এর আওতায় মেহেরপুর গড় পুকুর এর ধারে ১১ কোটি ৬৫ লক্ষ ৬১ হাজার ৭৪৮ টাকার এ কাজের উদ্বোধন করা হয়। 

সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন অনুষ্ঠানে মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবেরের স ালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডঃ মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম পেরেশান, মেহেরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ। পরে ফিতা কেটে গড় পুকুরের সৌন্দর্যবর্ধনের কাজের উদ্বোধন করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত