মেহেরপুরে “মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৪ অক্টোবর ২০২১, ১০:২৬ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৯:২৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ”মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে “ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রেরণা” শীর্ষক আলোচনা সভায় জুমের মাধ্যমে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে যোগদান করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, এমপি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মুখ্য উপদেষ্টা (মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা) ফরহাদ হোসেন এমপি। অন্যান্যের মধ্যে আলোচনা সভায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শি¶া ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত