মেহেরপুরে ৯টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন চূড়ান্ত

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ০৯:৫২ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:০৯

দ্বিতীয় ধাপে মেহেরপুরের মুজিবনগর ও গাংনী উপজেলার ৯টি ইউনিয়নের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। শনিবার রাতে আওয়ামীলীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী চূডান্ত করেন।

 মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নে মোঃ মোস্তাকিম খোকন কমান্ডার, মোনাখালী ইউনিয়নে মোঃ রফিকুল ইসলাম গাইন, বাগোয়ান ইউনিয়নে মোঃ কুতুব উদ্দিন, মহাজনপুর ইউনিয়নে মোঃ আমাম হোসেন ও গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নে মোঃ গোলজার হোসেন, তেতুঁলবাড়ীয়া ইউনিয়নে মোঃ আব্দুল্লাহ আল মামুন, সাহারবাটি ইউনিয়নে মোহাঃ মশিউর রহমান, মটমুড়া ইউনিয়নে মোঃ আবুল হাশেম বিশ্বাস, বামুন্দি ইউনিয়নের মোঃ ওবায়দুর রহমান কমলকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামি ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে এসকল (ইউপিতে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ইতোমধ্যে ৩৬৪টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত