মেহেরপুরে ৫টি বোমা সাদৃশ্য বস্তু ও ১২ টি দেশিয় অস্ত্র উদ্ধার
প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১০:২৪ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১১:৩৯
মেহেরপুর সদর উপজেলার বারাকপুরে আলিফ ব্রিকস নামের একটি ইটভাটা থেকে লাল টেপ দিয়ে মোড়ানো ৫টি বোমা সাদৃশ্য বস্তু ও ১২ টি দেশিয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল ৫টার দিকে ইটভাটা থেকে বোমা সাদৃশ্য বস্তু ও হাসুয়া উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, দুপুরের দিকে ইলেকট্রিক মিস্ত্রি মোমিন হাসান ভাটার একটি ঘরের দ্বিতীয় তলায় ইলেকট্রিকের কাজ করতে গেলে ছাদের উপরে একটি ব্যাগ দেখতে পায়। সেখানে বোমা সাদৃশ্য বস্তু থাকতে পারে এমন সন্দেহে ভাটার মালিক চ ল হোসেনকে জানায়। পরে ভাটার মালিক পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ও সদর থানার ওসি শাহা দ্বারা খানসহ পুলিশের একটি চৌকশ টিম ঘটনাস্থলে গিয়ে ৫টি বোমা সাদৃশ্য বস্তু ও ১২ টি দেশিয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করেছে।
মেহেরপুর সদর থানার ওসি শাহা দ্বারা খান বলেন, কে বা কারা বোমাগুলো রেখে গেছে তা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। বোমা সাদৃশ্য বস্তুগুলো নিষ্ক্রিয় করার জন্য সদর থানায় নেওয়া হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত