মেহেরপুরে ২ দিন উন্নয়ন মেলার ব্যাপী মেলার উদ্বোধন 

  মেহের আমজাদ,মেহেরপুর

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ০৮:৩৬ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান ২দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন এবং মেলার স্টল ঘুরে দেখেন। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, প্রফেসর হাসানুজ্জামান মালেক, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম,যুগ্ম সম্পাদক অ্যাডঃ ইব্রাহিম শাহীন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। উন্নয়ন মেলায় মেহেরপুর জেলার বিভিন্ন দপ্তরের ৫৬ টি স্টল স্থান পেয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত