মেহেরপুরে হেরোইনসহ মহিলা আটক
প্রকাশ: ১৩ জুন ২০২১, ১৮:৪৪ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯
মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ এক মহিলাকে আটক করেছে সদর থানা পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিছনের একটি টিনের ঘরে ওসি (তদন্ত) আমিরুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মমতাজ নামক একজন মহিলাকে আটক করা হয়।
মমতাজ মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মৃত বাবলার স্ত্রী। এসময় মমতাজকে আটক করার পর তার ঘর থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মমতাজের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত