মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাসী শফিকুল নিহত
প্রকাশ: ৪ অক্টোবর ২০২১, ১০:৩১ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ০৯:১৬
মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় শফিকুল (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। রবিবার রাতে মেহেরপুর সদর উপজেলার নুরপুর নামক স্থানে মটরসাইকেল-ট্রলির সাথে সংঘর্ষে তিনি নিহত হন।শফিকুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের সুড়ি পাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী।
জানাগেছে, রবিবার বিকেলে শফিকুল ইসলাম তার মাকে পার্শ^বর্তী পিরোজপুর গ্রামের খালার বাড়িতে রেখে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নুরপুর নামক স্থানে পৌছালে একজন সাইকেল আরোহীকে বাঁচাতে তিনি একটি গরু বহন করা ট্রলির সাথে ধাক্কা মারেন। এসময় তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। শফিকুল ইসলাম গত দুই মাস আগে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়ি আসেন। তিনি ৭ বছরের এক কন্যা সন্তানের জনক। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি শুনেই ঘটনা স্থলে পুুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত