মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ১০:০১ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:২৮
মেহেরপুরে শ্যালো ইঞ্জিনচালিত আলগামন ও মাইক্রোবাসের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। রবিবার সকাল ১১ টার সময় সদর উপজেলার আমঝুপি কুলারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী গ্রামের হায়দার আলীর ছেলে।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দ্বারা খান জানান, দেলোয়ার হোসেন সহ কয়েকজন তার গ্রাম থেকে মুজিবনগর এলাকার বাগোয়ান গ্রামে যাওয়ার পথে আমঝুপি কুলার মোড় এলাকায় একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হলে দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হয়।
নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাসিবুল ইসলাম জানান, দেলোয়ার হোসেনকে হাসপাতালে নেওয়ার পূর্বে মৃত্যু হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত