মেহেরপুরে সেরা করদাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ২১:৩৪ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১৪:৪৯

মেহেরপুরে সেরা করদাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার বিকালে উপ-কর কমিশনার সার্কেল-২১ এর উদ্যোগে মেহেরপুরের সেরা ৭জন করদাতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। 

উপ-কর কমিশনার মোহাম্মদ ইরানুর রহমানের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। এসময় মেহেরপুর জেলার সেরা করদাতা হিসাবে অজয় সুরেকা, নাদিম ইকবাল, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, গোলাম শহীদ, খালেদ মজিবুল ইসলাম খান, ডাঃ সম্পা দেবী সারদা, সোহেল রানাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র হাতে তুলে দেওয়ার পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেরা করদাতাদের সম্মাননা দেওয়ার সময় এ্যাড. সরোয়ার হোসেন সহ কর কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত