মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর:

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১৫:৫৭ |  আপডেট  : ১৪ মে ২০২৪, ০৬:৫৯

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মেহেরপুরে স্বাধীনতার ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবস পালন করা হয়।  এসময় বাংলাদেশ পুলিশ মেহেরপুর, আনসার ভিডিপি, কারারক্ষী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সরকারি কলেজ বিএনসিসি, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের গার্ল গাইডস, গার্ল ইন স্কাউট এর সদস্যরা জেলা প্রশাসক কে গার্ড অব অনার প্রদান করেন। জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জেলা বাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এর আগে সেখানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন ওড়ানো হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জেলা প্রশাসকের সাথে ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের পত্নী কুহিনুর বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার এফ এম ফয়সাল, পিপি পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজামান মালেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারী দল সমূহের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত