মেহেরপুরে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০৭:৩৭ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে মাদক মামলার পলাতক আসামী হাসান আলী গ্রেফতার হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রাম থেকে হাসান আলীকে গ্রেফতার করা হয়। হাসান আলী রাধাকান্তপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। 

জানা গেছে মেহেরপুর ডিবি’র এস আই মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এ এস আই আহসান হাবীব সহ মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে অভিযান চালিয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১৪(খ)/১৯(ক)/৪১ এর পলাতক আসামী হাসান আলীকে গ্রেফতার করা হয়। হাসান আলীর বিরুদ্ধে মেহেরপুর থানার মামলা নং-০৩ সহ আরো ৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত