মেহেরপুরে মহিলাসহ জামাতের ৮ কর্মী আটক

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ১৬:৫১ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:১৫

মেহেরপুর শহরের মারকাজ মসজিদের সামনে একটি বাড়ি থেকে ৭ জন জামায়াতের মহিলা কর্মী এবং পৌর জামায়াতের রোকনসহ ৮ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন মেহেরপুর পৌর জামায়াতের রোকন মনিরুজ্জামান, মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে জাকিয়া সুলতানা, জয়পুর গ্রামের হাফেজ মোঃ ইয়ামিনের মেয়ে সুরাইয়া খাতুন, আমঝুপি মিরপাড়ার রফিকুল আলমের মেয়ে সাবিয়া সুলতানা, গাংনীর চৌগাছা পাড়ার সামিউল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন, গাড়াডোব গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে রিক্তা খাতুন, চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে আয়েশা খাতুন, খন্দকার আবুল বাশারের মেয়ে রাবেয়া খাতুন। 

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের মারকাজ মসজিদের সামনে পৌর জামায়াতের রোকন মনিরুজ্জামানের বাড়িতে বর্তমান পরিস্থিতিতে নাশকতার চেষ্টায় তারা বৈঠক করছিল। এমন অবস্থায় গোপন সূত্রে তাদেরকে অনেক জিহাদি বইসহ তাদেরকে আটক করা হয়েছে। সদর থানার ওসি শাহ দারা খান জানান, নাশকতার চেষ্টাই তারা গোপনে বৈঠক করছিল। গোপন সূত্রের মাধ্যমে আমরা তাদেরকে আটক করি এবং সাথে অনেক জেহাদী বই পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত