মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর : 

প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ১৫:৫৭ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১১:১৮

মেহেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। প্রত্যুষে সার্কিট হাউজ প্রাঙ্গণে ৩১বার তপোধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এর পর সূর্যদ্বয়ের সাথে সাথে শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে জেলা প্রশাসক মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একে একে জেলার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক/শিক্ষার্থী সহ নানা শ্রেণীর মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সকাল ৮টায় স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়া দিনের বিভিন্ন সময় ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, উন্নত মানের খাবার পরিবেশনা, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত