মেহেরপুরে বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৯:২৮ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:২৪
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর টেনিস ক্লাবের আয়োজনে বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, টেনিস ক্লাবের সদস্য সচিব ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, সদর থানার ওসি শাহা দারা খান, ক্লাবের সদস্য পল্লব ভট্টাচার্য্য, ডাঃ আবু তাহের সিদ্দিকী, প্রফেসর হাসানুজ্জামান মালেক, সহকারী কমিশনার (ভুমি) আবু সাইদ, মিথিলা দাস,নাহিদ হোসেন,মাশতুরা আমিনা জানে আলম,সহ ক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট মোট ৫ টি দল অংশগ্রহণ করছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত