মেহেরপুরে বিএনপি’র শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১৯:৪৪ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:৫১

মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মাসুদ অরুন বলেন চাই সত্য উচ্চারনের অধিকার, শহীদ বুদ্ধিজীবি দিবসে এদেশের সুর্য সন্তানদের রেখে যাওয়া স্বপ্ন, জনগণের সকল মৌলিক অধিকার, নিশ্চিত করে একটি গনতন্ত্র বিনির্মানে তা যেন কোন বিশেষ মহলের স্বার্থে চোরাগলিতে হারিয়ে নাই যায়। এই হোক আজকের অঙ্গীকার। পরে  মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে শোক পদযাত্রা ও শহীদ স্মৃতিসৌধে পুস্পমালা অর্পনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবসের কর্মসুচী শেষ করে মেহেরপুর জেলা বিএনপি। এসময় মেহেরপুর জেলা বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত