মেহেরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

  মেহেরপুর প্রতিনিধিঃ

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ১৫:১৭ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১৩:১৫

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এসময় মেহেরপুর জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান জেলা প্রশাসনের পক্ষ  থেকে পুস্পমাল্য অর্পণ করেন। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণের পরপরই জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আনন্দ র‌্যালী ও শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, উপজেলা পরিষদের চেয়ারম্যার এ্যাডঃ ইয়ারুল ইসলাম, পিপি পল্লব ভট্রচার্য, মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম পেরেসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত