মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫২ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৭:৪০
করোনাকালীন সময়ে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকার পর প্রাথমিক শিক্ষার ঘাটতি দূরীকরণ, ঝরেপড়া রোধ ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র বাসভবনে মেহেরপুর প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন করোনাকালীন যে ঘাটতি সেটা পুষিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষকদের কাজ করতে হবে। শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে জাহিদুর রহমান, কমর উদ্দিন, ইকবাল হোসেন, মোঃ আলমগীর, মতিনুল ইসলাম, আবু লায়েছ লাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত