মেহেরপুরে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ
প্রকাশ: ৭ মে ২০২১, ১৬:১৯ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৬:০৯
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মেহেরপুর পৌরসভা এলাকার অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে বরাদ্দকৃত মেহেরপুর পৌরসভার আয়োজনে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর পৌরসভা চত্ত¡রে নগদ অর্থ বিতরণের কার্যক্রম উদ্ধোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
এসময় মেয়র জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ পবিত্র ঈদুল ফিতরের মধ্যে কোন অসহায় দুঃস্থরা যাতে খাবারের অভাব অনুভব না করতে পারে তা বাস্তবায়নের লক্ষ্যইে মেহেরপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৪ হাজার ৬শ ২১টি পরিবারকে নগদ অর্থ হিসাবে চারশত পঞ্চাশ টাকা করে দেয়া হবে। প্রথম দিনে মেহেরপুর পৌরসভার ১,২,ও ৩ নম্বর ওয়ার্ডের দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ৪শ ৫০ টাকা করে বিতরণ করা হয়। এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, মীর জাহাঙ্গীর হোসেন, আল্পনা, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত