মেহেরপুরে পূজার প্রস্তুতি সম্পন্ন 

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১০:২৩ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১০:১৮

শারদীয় দূর্গা উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুরু হয়েছে উৎসবের আমেজ। সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে তাদের মাঝে বিরাজ করছে সাজ সাজ রব। 

দূর্গতি নাশিনি মা দূর্গা দেবীর আর্শিবাদ ক্ষনের অপেক্ষার প্রহর গুনছেন তারা। জেলা পূজা উদযাপন কমিটির তথ্য মতে, চলতি বছর মেহেরপুর জেলার ৩ উপজেলায় ৪৩টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় র্দূগা উৎসব। 

শহরের কালি মন্দির, হরিসভা মন্দির, নায়েব বাড়ি মন্দির ও মালোপাড়া মন্দিরসহ প্রতিটি পূজা মন্ডপে প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে। আশির্বাদ এর ডালা নিয়ে দেবী দূর্গা মায়ের আর্শিবাদের অপেক্ষায় এখন প্রহর গুনছে ভক্তরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত