মেহেরপুরে পুলিশের সহযোগতিায় হারানো মোবাইল ফোন উদ্ধার
প্রকাশ: ৫ মে ২০২১, ০৯:৩৬ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৮
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান এর বিশেষ তত্বাবধানে এবং পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় দুই ব্যক্তির হারানো ফোন উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খানের কক্ষে দুই ব্যক্তির হারানো মোবাইল ফোন উদ্ধার করে হস্তান্তর করা হয়।
এসময় শাহ দারা খান বলেন, পুলিশের তদন্ত বিভাগের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চুয়াডাঙ্গা ও মুজিবনগর এলাকা থেকে এই ফোনগুলো উদ্ধার করা হয় এবং উপযুক্ত প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিকের নিকট ফোনগুলো হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত ফোন দুটির মালিক মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের ডলি খাতুন ও একই উপজেলার কদমতলা খোকসা গ্রামের মনিরুল ইসলাম। এসময় হারানো ফোন ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশ এবং সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান সহ তদন্তের সকল কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত